ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৭ ১৯:৩৩:৩৫
নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন পেছানোর যে কথা উঠেছে, তাতেই জাতির মনে প্রশ্ন জেগেছে। এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'কুরুচিপূর্ণ' মন্তব্য ও স্লোগানের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

রিজভী বলেন, "আমরা চাই ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হোক। তার জন্যই তো এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? নিশ্চয়ই ভেতরে ভেতরে অত্যন্ত গভীর ষড়যন্ত্র চলছে।"

তিনি সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, ওই বৈঠক থেকে একটি যুক্ত বিবৃতি আসার পর দেশের মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু সেই স্বস্তি কেউ কেউ চায়নি, যার পরপরই সারা দেশে সংঘাত ও রক্তাক্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীর মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির অবস্থান পরিষ্কার করে রিজভী বলেন, "ঘটনার সঙ্গে সঙ্গে বিএনপি নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আমরা বলেছি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" তিনি দাবি করেন, দলের নামে কেউ চাঁদাবাজি বা অন্যায় করলে তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। এরপরেও মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে কেন কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

রিজভী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "নারায়ণগঞ্জের মাফিয়া গডফাদার আর কক্সবাজারের গডফাদারের পক্ষে শেখ হাসিনা পার্লামেন্টে কথা বলতেন।" তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর হওয়া 'নির্যাতনের' কথা উল্লেখ করে বলেন, "বেগম জিয়াকে ছয়-সাত বছর ভয়ংকর নিপীড়নের শিকার হয়ে অন্ধকার ঘরে বন্দি থাকতে হয়েছে। তারেক রহমানকে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দেওয়া হয়। তিনি নিজেই নিপীড়নের প্রতীক। অথচ তাদের বিরুদ্ধেই আজেবাজে কথা বলা হচ্ছে।"

রিজভী আরও প্রশ্ন তোলেন, "খুলনায় বিএনপির এক যুবককে গুলি করে পায়ের রগ কেটে দেওয়া হলো এবং কক্সবাজারে বিএনপিকর্মী আব্দুর রহিমকে হত্যা করল জামায়াত, সেটা নিয়ে কথা হচ্ছে না কেন?"

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, অথচ কোন হত্যাকাণ্ডের জন্য ১৭-১৮ বছর ধরে লন্ডনে থাকা তারেক রহমানকে দায়ী করে মিছিল করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রিজভী তারেক রহমানকে 'সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক' হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার নেতৃত্বেই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত