ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

কাল থেকে কিডনি ইনস্টিটিউটে কর্মবিরতির হুমকি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৬ ১৭:৪৪:৫৩
কাল থেকে কিডনি ইনস্টিটিউটে কর্মবিরতির হুমকি

রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে তিন মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে যান সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডোরের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। সোমবার (২৬ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ডায়ালাইসিস সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এতে তাৎক্ষণিকভাবে চরম দুর্ভোগে পড়েন শত শত কিডনি রোগী।

বিকেল ৩টার দিকে মানবিক বিবেচনায় তারা শর্তসাপেক্ষে কাজে ফিরলেও জানিয়েছেন, যদি বকেয়া বেতন পরিশোধে কোনো অগ্রগতি না হয়, তাহলে আগামীকাল (মঙ্গলবার) থেকে আবারও কর্মবিরতিতে যাবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিডনি ইনস্টিটিউটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ডায়ালাইসিস সেবা চালিয়ে আসছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। প্রতিষ্ঠানটি দাবি করেছে, সরকার তাদের প্রায় ৭ কোটি টাকা বিল পরিশোধ করেনি। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিল আটকে ছিল, যা জানুয়ারিতে দেওয়ার কথা থাকলেও মেলেনি। এর ফলে প্রতিষ্ঠানটি এখন চিকিৎসা সরঞ্জাম কিনতেও হিমশিম খাচ্ছে।

সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডোরের কনসালটেন্ট ডা. শামসুন্নাহার জানান, সরকার তাদের প্রায় ৭ কোটি টাকা বকেয়া পরিশোধ করেনি। গত জুলাই থেকে ডিসেম্বর— ছয় মাসের বিল আটকে ছিল। জানুয়ারিতে সেটি দেওয়ার কথা থাকলেও তা মেলেনি। এরপর থেকে কোম্পানি মালামাল কিনতেও হিমশিম খাচ্ছে।

তিনি বলেন, “গত ঈদের আগেও আমাদের কর্মীরা বেতন পাননি, কেবল সামান্য অগ্রিম পেয়েছেন। এখন আরেক ঈদ চলে এসেছে। টাকা পয়সা ছাড়া তারা কীভাবে ঈদ পালন করবে? টানা তিন মাস ধরে বেতন নেই, ফলে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন নার্স, টেকনিশিয়ান ও অন্য কর্মীরা।”

ডা. শামসুন্নাহার আরও বলেন, “আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আর রাজি না। আমি নিজেও কর্মবিরতিতে। বেতন ছাড়া আর কত দিন চলা যায়? যারা মাঠে কাজ করছে, তারা তো আরও বেশি কষ্টে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত