ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
কাল থেকে কিডনি ইনস্টিটিউটে কর্মবিরতির হুমকি
রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে তিন মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে যান সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডোরের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। সোমবার (২৬ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ডায়ালাইসিস সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এতে তাৎক্ষণিকভাবে চরম দুর্ভোগে পড়েন শত শত কিডনি রোগী।
বিকেল ৩টার দিকে মানবিক বিবেচনায় তারা শর্তসাপেক্ষে কাজে ফিরলেও জানিয়েছেন, যদি বকেয়া বেতন পরিশোধে কোনো অগ্রগতি না হয়, তাহলে আগামীকাল (মঙ্গলবার) থেকে আবারও কর্মবিরতিতে যাবেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিডনি ইনস্টিটিউটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ডায়ালাইসিস সেবা চালিয়ে আসছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। প্রতিষ্ঠানটি দাবি করেছে, সরকার তাদের প্রায় ৭ কোটি টাকা বিল পরিশোধ করেনি। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিল আটকে ছিল, যা জানুয়ারিতে দেওয়ার কথা থাকলেও মেলেনি। এর ফলে প্রতিষ্ঠানটি এখন চিকিৎসা সরঞ্জাম কিনতেও হিমশিম খাচ্ছে।
সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডোরের কনসালটেন্ট ডা. শামসুন্নাহার জানান, সরকার তাদের প্রায় ৭ কোটি টাকা বকেয়া পরিশোধ করেনি। গত জুলাই থেকে ডিসেম্বর— ছয় মাসের বিল আটকে ছিল। জানুয়ারিতে সেটি দেওয়ার কথা থাকলেও তা মেলেনি। এরপর থেকে কোম্পানি মালামাল কিনতেও হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, “গত ঈদের আগেও আমাদের কর্মীরা বেতন পাননি, কেবল সামান্য অগ্রিম পেয়েছেন। এখন আরেক ঈদ চলে এসেছে। টাকা পয়সা ছাড়া তারা কীভাবে ঈদ পালন করবে? টানা তিন মাস ধরে বেতন নেই, ফলে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন নার্স, টেকনিশিয়ান ও অন্য কর্মীরা।”
ডা. শামসুন্নাহার আরও বলেন, “আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আর রাজি না। আমি নিজেও কর্মবিরতিতে। বেতন ছাড়া আর কত দিন চলা যায়? যারা মাঠে কাজ করছে, তারা তো আরও বেশি কষ্টে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড