ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

‘নির্বাচন নিয়ে অর্ন্তবর্তী সরকার গড়িমসি করছে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৫ ১৪:৩৪:১৮
‘নির্বাচন নিয়ে অর্ন্তবর্তী সরকার গড়িমসি করছে’

ডুয়া ডেস্ক: ‘অন্তর্বর্তী সরকার হবে নিরপেক্ষ’ এ কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছে এবং নির্বাচন নিয়ে গড়িমসি করছে।

রোববার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দাবি করা কি কোনো অপরাধ? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা থাকলেও বাস্তবে তারা একপক্ষীয় আচরণ করছে। সরকারের কয়েকজন উপদেষ্টা বিতর্কিত ভূমিকা রাখছেন।’

তিনি জানান, এর আগের দিন শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল একটি লিখিত দাবি পেশ করেছে। তাতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানানো হয়েছে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত