ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সাংবাদিক নির্যাতন ঠেকাতে আসছে সুরক্ষা আইন
ডুয়া ডেস্ক: সাংবাদিকতা পেশাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। শনিবার (২৪ মে) যশোর সার্কিট হাউসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের উচিত নিজস্ব মতামত প্রকাশ থেকে বিরত থাকা। ব্যক্তি মত প্রকাশ করলে সাংবাদিকতার নিরপেক্ষতা নষ্ট হয় এবং তা গ্রহণযোগ্যতা হারায়। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা তৈরি করে এবং এটিই সাংবাদিকতার মূল ভিত্তি।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিচারপতি হাকিম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা না গেলে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এজন্য একটি সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য প্রকাশে ভুল হলে তা স্বীকার করে সংশোধন ও দুঃখ প্রকাশ করার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার মতে, এটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং দায়িত্বশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করে।
তিনি আরও বলেন, কেবল অভিযুক্ত হলেই কেউ অপরাধী হয়ে যান না। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা অনুচিত। সাংবাদিকদের উচিত অভিযুক্ত ও অপরাধীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বোঝা এবং মিডিয়া ট্রায়াল পরিহার করা।
মানহানিকর সংবাদ প্রচারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সংবাদ সূত্র প্রকাশে বাধ্য করা যাবে না। এটি সাংবাদিকের অধিকার। তবে তথ্য যেন নির্ভরযোগ্য ও সময়োপযোগী হয় তা নিশ্চিত করাও জরুরি।
সাংবাদিকদের মধ্যে বিভাজনের প্রসঙ্গে তিনি বলেন, প্রেস ক্লাব একটি সামাজিক সংগঠন, যেখানে মতবিনিময়, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখা উচিত। অতিরিক্ত বিভাজন পেশার পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করে। সাংবাদিকদের উচিত পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে মনোযোগী হওয়া।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অপসাংবাদিকতা রোধে সনদপ্রাপ্ত সাংবাদিকতার জন্য পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণে আইন তৈরির উদ্যোগ চলছে এবং প্রেস কাউন্সিলে এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল