ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে চলছে আপিল শুনানি

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে পেপারবুক উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
অন্যদিকে বিএনপিপন্থি আসামিদের পক্ষে আদালতে উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন বিশিষ্ট আইনজীবী।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ে বলেন, মামলাটির বিচার আইন অনুযায়ী হয়নি এবং চার্জশিটও আইনত গ্রহণযোগ্য ছিল না। সেই রায় বাতিল করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।
পরে ২০২৪ সালের ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের 'লিভ টু আপিল' মঞ্জুর করে এবং ১৫ জুলাই শুনানির দিন নির্ধারণ করে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। এতে লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী ও কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরের ২৭ নভেম্বর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লুৎফুজ্জামান বাবর (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী), আবদুস সালাম পিন্টু (সাবেক উপমন্ত্রী), মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীনসহ অনেকে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান), হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আরও বেশ কয়েকজন জঙ্গি নেতা ও সহযোগী যাদের অনেকে এখনও পলাতক।
রাষ্ট্রপক্ষ বলছে, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির শুনানি চালিয়ে যাবে যেন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে বিএনপি-সমর্থিত আইনজীবীরা বলছেন বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলেই হাইকোর্ট খালাস দিয়েছেন।
এই মামলার আপিল শুনানিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত