ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে, চলছে কারফিউ

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) সকালে ‘মার্চ টু গোপালগঞ্জ’ শীর্ষক কর্মসূচি পালন করতে শহরে জমায়েত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সকাল ৯টার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে ওঠে। এনসিপির অভিযোগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মিছিল ও সমাবেশে বাধা দিয়ে হামলা চালায়।
সহিংসতা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। সদর উপজেলার কংশু এলাকায় পুলিশের গাড়ি ও ইউএনওর বহর, পৌর পার্কের সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা কারাগারের চারপাশে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
দুপুর ২টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। সমাবেশ শেষ করে ফিরে যাওয়ার সময় তারা আবারও হামলার মুখে পড়েন এবং শেষমেশ আশ্রয় নিতে বাধ্য হন জেলা পুলিশ কার্যালয়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে সন্ধ্যায় এনসিপির নেতাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে খুলনায় নিয়ে যাওয়া হয়।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় হামলাকারীরা স্থানীয় মসজিদগুলোর মাইক ব্যবহার করে উত্তেজনাকর বক্তব্য ছড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পদ্মা সেতুর টোল প্লাজা এলাকাতেও বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে রাতের পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে অতিরিক্ত দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শহরের প্রবেশপথে গাছ ফেলে সড়ক অবরোধ করায় অনেক পুলিশ সদস্য এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানায় পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর