ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজার স্থিতিশীলতা ফেরাতে শক্তিশালী কাঠামো দরকার: ড. দেবপ্রিয়

২০২৫ মে ২৪ ১৬:২২:১০
শেয়ারবাজার স্থিতিশীলতা ফেরাতে শক্তিশালী কাঠামো দরকার: ড. দেবপ্রিয়

ডুয়া ডেস্ক: ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে হলে নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামোকে শক্তিশালী করতেই হবে।

শনিবার (২৪ মে) আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, শেয়ারবাজারের ওপর অর্থনীতির প্রভাব কমেছে। বাজারকে কার্যকর করতে হলে পুঁজি সংগ্রহ এবং গতি বাড়াতে হবে। তিনি প্রশ্ন তোলেন, বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা কি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? তাঁর মতে, সহায়ক প্রতিষ্ঠানগুলো কার্যকর না হলে শেয়ারবাজার নিজে থেকে স্থিতিশীল হতে পারে না।

তিনি জানান, ২০১০-১১ সালে বাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়, যার মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। সে-সময়ে সঠিকভাবে মামলা হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

দেবপ্রিয় বলেন, শাস্তি না দিলে লুটপাট বন্ধ হবে না। বারবার রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের কারণে বহু ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন। অনেক অনিয়মের মাধ্যমে অবাঞ্ছিত প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে এবং শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, টোটকা ওষুধে শেয়ারবাজারের সমস্যা সমাধান হবে না। বাজারে আস্থা ফিরিয়ে আনতে বাজেটে আলাদা প্যাকেজ দরকার এবং ড. দেবপ্রিয় পাঁচটি পরামর্শ দেন—১. যৌক্তিক ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ,২. অপ্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভরতা কমানো,৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ানো,৪. অচলাবস্থা কাটিয়ে ওঠা,৫. অংশগ্রহণমূলক নীতিনির্ধারণ প্রক্রিয়া নিশ্চিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে