ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রিটেনের ১৭০ বছরের পুরোনো সংবাদপত্র বিক্রি

২০২৫ মে ২৩ ২০:৩১:৩৩
ব্রিটেনের ১৭০ বছরের পুরোনো সংবাদপত্র বিক্রি

ডুয়া ডেস্ক: ব্রিটেনের ১৭০ বছরের পুরোনো ও প্রভাবশালী সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ-এর মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ঘোষণা দিয়েছে, তারা টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ-এর মালিকানা নিতে ৫০০ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৬৭৫ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিনের মালিকানা জটিলতায় এই চুক্তি একটি নতুন মোড় তৈরি করেছে।

২০২৪ সালে রেডবার্ড ক্যাপিটাল আবুধাবির রাজপরিবার-সমর্থিত ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইএমআই)-এর সঙ্গে যৌথভাবে ‘রেডবার্ড-আইএমআই’ নামে মালিকানা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ব্রিটিশ সরকার বিদেশি রাষ্ট্রীয় মালিকানার বিষয়ে কড়াকড়ি আরোপ করায় তা সম্ভব হয়নি। পরে নতুন লেবার সরকারের অধীনে আইন শিথিল হওয়ায়, যেখানে বিদেশি রাষ্ট্রকে ১৫ শতাংশ পর্যন্ত মালিকানার অনুমতি দেওয়া হয়েছে, রেডবার্ড আবারও উদ্যোগ নেয়। এ চুক্তিতে আইএমআই সংস্থাটিও সীমিত পরিসরে অংশ নিচ্ছে।

রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শের কারণে ‘টোরিগ্রাফ’ নামে পরিচিত ডেইলি টেলিগ্রাফ, ২০২৩ সালে বার্কলি পরিবারের ঋণ মেটানোর মাধ্যমে রেডবার্ড-আইএমআই দখলে নেয়। তবে তখন বিদেশি মালিকানা ইস্যুতে পার্লামেন্টে বিতর্কের মুখে রেডবার্ড-আইএমআই স্পেকটেটর ম্যাগাজিন ১০০ মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ বিনিয়োগকারী পল মার্শালের কাছে বিক্রি করে।

গণমাধ্যম এবং ক্রীড়াখাতে বিশেষভাবে সক্রিয় রেডবার্ডের মালিকানায় রয়েছে স্কাইডান্স মিডিয়া, ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (বোস্টন রেড সক্স ও লিভারপুল এফসি) এবং নিউইয়র্ক ইয়াঙ্কিস স্পোর্টস নেটওয়ার্ক। এক্স-এ দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, নতুন চুক্তি টেলিগ্রাফের দুই বছরের মালিকানা অনিশ্চয়তার অবসান ঘটাবে।

রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনালে বলেন, এই মালিকানা পরিবর্তন টেলিগ্রাফের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানিয়েছেন, সংস্থাটি কেবল যুক্তরাজ্যেই নয়, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে টেলিগ্রাফের উপস্থিতি বাড়াতে আগ্রহী। পাশাপাশি পত্রিকাটির ডিজিটাল পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, রেডবার্ড-আইএমআইয়ের প্রথম চেষ্টার ব্যর্থতার পর নিউইয়র্ক সানের মালিক ডোভিড এফুনসহ অনেকেই টেলিগ্রাফ কিনতে আগ্রহ দেখিয়েছিলেন। তবে সে সময় কনজারভেটিভ সরকারের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে চুক্তিটি স্থগিত করেছিলেন। বর্তমানে সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি ১৫ শতাংশ বিদেশি মালিকানার সীমা নির্ধারণ করেছেন, যা মিডিয়া খাতে বৈদেশিক বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে