ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাইরাল বক্তব্য ভুয়া : বাংলাদেশ সেনাবাহিনী

২০২৫ মে ২৩ ১২:৩৪:০৫
ভাইরাল বক্তব্য ভুয়া : বাংলাদেশ সেনাবাহিনী

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ব্যবহার করে সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার ২৩ মে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

সতর্ক করে সেনাবাহিনী বলেছে, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘পলাতক দলটির কতিপয় উগান্ডু, সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে, মনের মাধুরী মিশিয়ে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি কেন ভুয়া, সেটা আপনাদের জানা প্রয়োজন— সামরিক বাহিনীর সাধারণ সদস্য ও কর্মকর্তারা কখনোই যৌথভাবে এ ধরনের চিঠি প্রকাশ করবে না। আর তিন বাহিনীর সদস‍্যদের ‘কুড়কুড়ানি’ এবং ‘প্রেম’ এই পর্যায়ের না যে তারা সকলে মিলে এমন ‘পুতুপুতু’ টাইপ একটা চিঠি পয়দা করবে।’

শেষে তিনি লেখেন, ‘একটি গুজবের অকাল মৃত‍্যু ঘটিল।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে