ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

‘শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি’

২০২৫ মে ২৩ ১৫:০২:২৬
‘শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি’

ডুয়া ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "আমাদের মূল দায়িত্ব তিনটি—সংস্কার, বিচার এবং নির্বাচন। এর প্রতিটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য আমরা দায়িত্ব নিইনি।"

শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, "প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই—এই জুন মাসের মধ্যেই নির্বাচন হবে। তার একদিন এদিক-সেদিক হবার সুযোগ আমাদের নেই। সুতরাং এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগও থাকা উচিত নয়।"

রিজওয়ানা হাসান বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন পক্ষ নানা দাবি নিয়ে রাস্তায় বসে পড়ছে, সড়ক অবরোধ করছে, যার ফলে রাজধানী কার্যত অচল হয়ে পড়ছে। আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারছি না। আমাদের দায়িত্ব তখনই সঠিকভাবে পালিত হবে যখন সবাই সহযোগিতা করবে।"

তিনি আরও বলেন, "আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকা যৌক্তিক। আর যদি তা না পারি তবে এই অবস্থানে থাকারও যৌক্তিকতা থাকে না।"

ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমানে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং মাস বা সময়ের একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থাকতেই পারে। এ বিষয়ে আমি আগেও বলেছি এবং আজও বলছি—আপনারা বিস্তারিত জানতে চাইলে প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনুন।"

চাপের প্রসঙ্গে তিনি বলেন, "মূল চাপ হলো জনগণের প্রত্যাশা—আমরা কতটা কার্যকরভাবে কাজ করতে পারছি। আমাদের দৃষ্টিতে সেটিই প্রধান চাপ। এর বাইরে আর কোনো চাপের কথা আমরা বলছি না।"

শেষে তিনি বলেন, "আমরা ক্ষমতা নিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। সেই দায়িত্ব আমরা তখনই যথাযথভাবে পালন করতে পারব যখন সকলের সহযোগিতা থাকবে। প্রত্যাশা আর দায়িত্ব পালনের মধ্যে পার্থক্য আছে। আমাদের ভাবতে হবে আমরা আসলে দায়িত্ব পালনে কতটা সক্ষম হচ্ছি।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে