ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন নিয়মে আসছে বিশেষ বিসিএস

২০২৫ মে ২৩ ১৫:১৮:২৮
নতুন নিয়মে আসছে বিশেষ বিসিএস

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আসছে বড় পরিবর্তন। ৪৮তম বিশেষ বিসিএস থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন সিলেবাস যা মূলত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের জন্য প্রযোজ্য হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিলেবাসের মাধ্যমে পরীক্ষার কাঠামো আরও যুগোপযোগী ও দক্ষতা নির্ভর করতে চায়।

সাধারণ বিষয়ের নতুন বিন্যাস-

নতুন নিয়মে ১০০ নম্বরের একটি এমসিকিউ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন করা হয়েছে এভাবে:-

বাংলা: ২০ নম্বর

ইংরেজি: ২০ নম্বর

বাংলাদেশ বিষয়াবলি: ২০ নম্বর

আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর

গাণিতিক যুক্তি: ১০ নম্বর

মানসিক দক্ষতা: ১০ নম্বর

স্বাস্থ্য ক্যাডারে বিশেষ প্রশ্নপত্র

স্বাস্থ্য খাতে নিয়োগের জন্য প্রার্থীদের জন্য থাকছে আলাদা বিষয়ের কাঠামো।

মেডিকেল সায়েন্স বিভাগে:

প্রি ও প্যারা ক্লিনিক্যাল: ৫০ নম্বর

ক্লিনিক্যাল: ৫০ নম্বর

ডেন্টাল সায়েন্স বিভাগে:

অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমি: ৫০ নম্বর

ওরাল সার্জারি ও অ্যানেস্থেসিয়া: ৫০ নম্বর

সিলেবাসে উল্লেখযোগ্য পরিবর্তন

নতুন সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলি অংশে যুক্ত হয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা। তবে বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণার মতো ঐতিহাসিক ঘটনাগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে কমানো হয়েছে।

আন্তর্জাতিক বিষয়াবলি অংশে এবার শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের সিভিল সার্ভিস সম্পর্কিত বিষয়ও যুক্ত করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা:

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জুন মাসে প্রকাশ হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার রোডম্যাপ তৈরি করা হয়েছে।

পাশাপাশি ৪৯তম বিসিএস থেকে এই সিলেবাস আরও বিস্তৃত আকারে সাধারণ বিসিএস পরীক্ষাতেও প্রয়োগ করা হতে পারে। এর বিজ্ঞপ্তি নভেম্বর ২০২৫-এ প্রকাশের সম্ভাবনা রয়েছে।

পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সিলেবাসে এটি অন্তর্ভুক্ত করা সময়ের দাবি ছিল।”

নতুন সিলেবাসের মাধ্যমে বিসিএস পরীক্ষা এখন আরও আধুনিক ও বাস্তবমুখী হওয়ার পথে এগোচ্ছে। এখন দেখার বিষয় এই পরিবর্তন প্রার্থীদের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে