ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কুকিজ উৎপাদন লাইন স্থাপনের উদ্যোগ

২০২৫ মে ২৩ ১১:৩৯:৪৩
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কুকিজ উৎপাদন লাইন স্থাপনের উদ্যোগ

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চীনের ঝংশান ডিংসন ফুড মেশিনারি লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন মাল্টিকালার কুকিজ (বিস্কুট) উৎপাদন লাইন আমদানি ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, নতুন উৎপাদন লাইনটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৯ হাজার ৪৮ টন এবং এতে ব্যয় হবে ১৩ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। এটি নারায়ণগঞ্জের মদনপুরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় স্থাপন করা হবে।

২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-মার্চ) প্রথম তিন প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৮৮ পয়সা। শুধু তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সায়। যা আগের বছর ছিল ২ টাকা ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২৬ পয়সায়।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর ইপিএস ছিল ৯ টাকা ১৭ পয়সা এবং এনএভিপিএস ছিল ৫৩ টাকা ২৯ পয়সা। আগের বছর ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর ২০২১-২২ সালে দিয়েছিল ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৬৫ কোটি ৬৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা প্রায় ২০ কোটি, যার মধ্যে ৩২ দশমিক ৩৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের, ২০ দশমিক ৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৪ দশমিক ২১ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ১২ দশমিক ৭৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে