ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সাইবার নিরাপত্তা আইন বাতিল

২০২৫ মে ২২ ১৮:৫৬:৩১
সাইবার নিরাপত্তা আইন বাতিল

ডুয়া ডেস্ক: বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছে। বুধবার (২১ মে) রাতে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়। নতুন এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের মোট ৯টি ধারা বাতিল করা হয়েছে।

সরকারের উপদেষ্টা পরিষদ গত ২৪ ডিসেম্বর অধ্যাদেশের খসড়াকে নীতিগত অনুমোদন দেয় এবং পরবর্তীতে সেটি পরিমার্জন করে ২০২৪ সালের ৬ মে চূড়ান্ত অনুমোদন দেয়।

অধ্যাদেশ অনুযায়ী, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ ধারা বাতিল হয়েছে। এই ধারাগুলোর আওতায় চলমান মামলা, তদন্ত ও বিচার কার্যক্রম বাতিল বলে গণ্য হবে এবং এসব বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপও নেওয়া যাবে না। পাশাপাশি আগে দেওয়া সাজা ও জরিমানাও বাতিল করা হবে।

বাতিল হওয়া ধারাগুলোর মধ্যে ছিল— মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় প্রতীক ও চেতনার বিরুদ্ধে বিদ্বেষ ও কুৎসা প্রচারে শাস্তি; ছদ্মবেশ গ্রহণ, মিথ্যা তথ্য প্রচার, অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ, মানহানিকর প্রচারসহ আরও কিছু বিতর্কিত বিধান।

নতুন অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি অনলাইনে সহিংসতা বা যৌন হয়রানি করলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সাইবার অপরাধ করলেও সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে অধ্যাদেশে উল্লেখ রয়েছে। অনলাইনে জুয়া সংক্রান্ত যেকোনো পোর্টাল, অ্যাপ, বা বিজ্ঞাপনে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

এছাড়া, মতপ্রকাশ সংশ্লিষ্ট মামলাগুলোকে জামিনযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোর মতো অপরাধগুলোও সংশোধিত রূপে অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে