ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

লেনদেন বাড়াতে 'এ' ক্যাটাগরির ৭ শেয়ারের দৌড়

২০২৫ মে ২২ ১৭:৩৭:৪৬
লেনদেন বাড়াতে 'এ' ক্যাটাগরির ৭ শেয়ারের দৌড়

ডুয়া নিউজ: সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬.২০ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার, যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ২৯ লাখ টাকার। তবে লেনদেন বাড়াতে আজ ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোর পক্ষ থেকেই ছিল সর্বোচ্চ চেষ্টা। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। এই তথ্য স্টকনাও সূত্রে জানা গেছে।

লেনদেন তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক।

আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার। দিন শেষে এর প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৪০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকার, এবং দিন শেষে এর প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৩৬৪ টাকা ৭০ পয়সা।

স্কয়ার ফার্মা ১০ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। দিন শেষে এর প্রতিটি শেয়ার লেনদেন হয় ২০৭ টাকা ৬০ পয়সায়।

অন্য ৩ কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে