ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চাকরিবিধি লঙ্ঘনে ২০ দিনেই কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি

২০২৫ মে ২২ ১০:৩৮:৪৯
চাকরিবিধি লঙ্ঘনে ২০ দিনেই কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি

ডুয়া ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে কোনো তদন্ত ছাড়াই মাত্র ২০ দিনের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব বৃহস্পতিবার (২২ মে) উপস্থাপন করবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইন ও ১৯৭৯ সালের ‘সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ’ একত্রে যুক্ত করে এই কঠোর বিধান চালু করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বলেও জানা গেছে।

নতুন আইনে উল্লেখযোগ্য একটি বিষয় হলো চাকরিচ্যুতির পর সংশ্লিষ্ট ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার চাইতেও পারবেন না।

তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুটি সংগঠন। একইসঙ্গে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনও এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে