ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃষ্টির মধ্যেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

২০২৫ মে ২২ ১১:৩৫:২৯
বৃষ্টির মধ্যেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে বৃষ্টির মধ্যেই শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং শাহবাগের একাধিক পয়েন্টে অবস্থান নেন।

টানা বৃষ্টির কারণে অনেক আন্দোলনকারীকে আশ্রয় নিতে দেখা যায় আশেপাশের মেট্রো স্টেশনে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে আগের দিন (২১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মোট ৭ ঘণ্টা) শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন এলাকায় এই অবস্থান কর্মসূচি চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে বাংলা একাডেমি সংলগ্ন স্থানে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করে।

এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তদন্তে গাফিলতির প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্রদল।

আন্দোলন চলাকালে শহরের গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে