ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রিমান্ডে মমতাজ

২০২৫ মে ২২ ১৩:৫৩:৩১
রিমান্ডে মমতাজ

ডুয়া ডেস্ক: কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মানিকগঞ্জের দুটি আলাদা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা ১৫ মিনিটে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের কোট হাজতে আনা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় সংঘটিত চারজনকে হত্যার মামলায় মমতাজকে আসামি হিসেবে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতে তোলা হয়। মামলাটি বিচারাধীন বিচারক নূর হোসেনের আদালতে।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গত ১৩ মে মমতাজের সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ তার জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ মে রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে