ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

২০২৫ মে ২২ ১৮:০৮:১৯
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

ডুয়া ডেস্ক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশপ্রেমিক শক্তির মধ্যে ঐক্য সময়ের দাবি। তিনি স্বীকার করেছেন, অতীতে বিভাজনমূলক কিছু বক্তব্য ও শব্দচয়ন ব্যবহার করেছিলেন, যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

পোস্টে মাহফুজ আলম লেখেন, সরকারে আর একটি দিনও থাকলে তিনি অভ্যুত্থান সংশ্লিষ্ট সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রেখে কাজ করতে চান। পুরনো ধাঁচের বিভেদমূলক স্লোগান ও গালমন্দ, যা বৃহৎ জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তা পরিহার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসব বর্জন করলে ভবিষ্যতের রাষ্ট্র হবে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন হুমকির মুখে। দেশের শত্রুরা সংঘবদ্ধ ও আগ্রাসী। এ প্রেক্ষাপটে তিনি জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ দেশপ্রেমিক জনতার সামনে কঠিন এক পরীক্ষার কথা উল্লেখ করেন। এটা ঐক্য ও ধৈর্যের পরীক্ষা, যেটা আমাদের উত্তীর্ণ হতেই হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে