ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

১ জুলাই থেকেই দৈনিক মজুরি ৮০০ টাকা

২০২৫ মে ২৩ ১৪:০৭:৩১
১ জুলাই থেকেই দৈনিক মজুরি ৮০০ টাকা

ডুয়া ডেস্ক: সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের দৈনিক মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এ মজুরি হার আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২২ মে জারি করা এক পরিপত্রে বলা হয়, ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’-এর আওতায় এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এটি শুধু অস্থায়ী ও জরুরি প্রকৃতির কাজের জন্য প্রযোজ্য হবে।

কোথায় কত মজুরি?

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। আগে এই হার ছিল যথাক্রমে ৬০০ ও ৫৭৫ টাকা।

বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নতুন মজুরি হবে ৭৫০ টাকা যেখানে আগে ছিল ৬০০ ও ৫৫০ টাকা।

জেলা ও উপজেলা পর্যায়ে মজুরি বেড়ে হয়েছে ৭০০ টাকা যা আগে ছিল ৫৫০ ও ৫০০ টাকা।

কিছু শর্তও থাকছে

পরিপত্রে আরও বলা হয়েছে এই সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্ত মানতে হবে:

মাসিক ভিত্তিতে কোনো শ্রমিককে নিয়োগ দেওয়া যাবে না।

মাসে ২২ দিনের বেশি কাজ করানো যাবে না।

অনুমোদন ছাড়া শ্রমিকের সংখ্যা বাড়ানো যাবে না।

বাজেট বরাদ্দের মধ্যে থেকেই ব্যয় করতে হবে।

কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তাকেই দায় নিতে হবে।

শ্রমিক নিয়োগের যোগ্যতা অনুযায়ী, যাঁরা শারীরিক ও মানসিকভাবে সক্ষম, বয়স ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক—তাঁরাই সাময়িক শ্রমিক হিসেবে বিবেচিত হবেন।

সরকার জানিয়েছে, স্থায়ী জনবল দিয়ে যেসব কাজ করা সম্ভব নয় অথচ তাৎক্ষণিকভাবে করতেই হয়—সেসব কাজকেই ‘সাময়িক কাজ’ হিসেবে গণ্য করা হবে। এ সিদ্ধান্তে একদিকে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে। অন্যদিকে সরকারি কাজের গতিশীলতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে