ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাপ বাড়াচ্ছে ভারত সরকার

২০২৫ মে ২৩ ২১:৪১:১৩
বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাপ বাড়াচ্ছে ভারত সরকার

ডুয়া ডেস্ক: শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কাছে ২,৩৬০ জন অনিবন্ধিত অভিবাসীর নাগরিকত্ব যাচাই করে দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২২ মে) এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে অনেক বাংলাদেশি রয়েছেন, যাদের দেশে ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারের কাছে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।

তিনি জানান, এসব অভিবাসীর তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রক্রিয়া শেষ করার আহ্বান জানানো হয়েছে।

জয়সওয়াল আরও বলেন, যে কেউ ভারতে অবৈধভাবে অবস্থান করলে, তার নাগরিকত্ব যাই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্ত দিয়ে সম্প্রতি ‘পুশ-ব্যাক’ নীতির আওতায় অনিবন্ধিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। এ পরিস্থিতিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে