ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

২০২৫ মে ২৩ ২১:০৬:৫৪
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

ডুয়া ডেস্ক: ভারতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, তারই এক সতীর্থ আরুষি গোয়েল তার ফ্ল্যাটে চুরি করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। ঘটনাটি দীপ্তিকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

দীপ্তির অভিযোগ অনুযায়ী, উত্তরপ্রদেশ এবং প্রমিলা প্রিমিয়ার লিগে একসঙ্গে খেলার সুবাদে আরুষির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়েই আরুষি ও তার পরিবার পারিবারিক সমস্যার অজুহাতে দীপ্তির কাছ থেকে আর্থিক সহায়তা দাবি করেন। দীপ্তি দাবি করেছেন, গত দুই বছরে তিনি আরুষিকে মোট ২৫ লাখ টাকা দিয়েছেন। তবে টাকা ফেরত চাইলে আরুষি তা দিতে অস্বীকৃতি জানান।

দীপ্তির আরও অভিযোগ, গত ২২ এপ্রিল আরুষি আগ্রায় তার ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ২৫ লাখ টাকার গয়না ও ২,৫০০ ডলার বিদেশি মুদ্রা চুরি করেন। পরে অন্য একটি তালা লাগিয়ে স্থান ত্যাগ করেন, ফলে দীপ্তির ভাই সুমিত ফ্ল্যাটে প্রবেশ করতে না পেরে বিষয়টি সামনে আনেন।

এসিপি সুকন্যা শর্মা গণমাধ্যমকে জানান, দীপ্তির ভাই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে