ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: প্রেস উইং

২০২৫ মে ২৩ ২১:২০:৩৫
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: প্রেস উইং

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে যেসব অভিযোগ উঠছে, তা ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’—এমনটাই দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস ক্ষমতা দখলের মাধ্যমে নয়, বরং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এসেছেন। তার লক্ষ্য স্থায়ীভাবে ক্ষমতায় থাকা নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু ভারতীয় সংবাদমাধ্যম ড. ইউনূসকে “জামায়াতের পুতুল” বলে যে প্রচার চালাচ্ছে, তা পুরোপুরি অসত্য। এতে আরও পরিষ্কারভাবে জানানো হয়, বর্তমান সরকারে জামায়াতের কোনো প্রতিনিধিত্ব নেই এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল একটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে।

প্রেস উইং আরও জানিয়েছে, ড. ইউনূস একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন, যার মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অন্তর্ভুক্ত।

এ ছাড়া, সেনা অভ্যুত্থানের গুজব নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছে বিবৃতিটি। বলা হয়, সেনাবাহিনী ইতোমধ্যে এসব গুজব নাকচ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে