ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীর বৃক্ষমেলায় ক’কটেল বি-স্ফো-রণ

২০২৫ মে ২৪ ১১:২২:৪১
রাজধানীর বৃক্ষমেলায় ক’কটেল বি-স্ফো-রণ

ডুয়া ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে অনুষ্ঠিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে এক নার্সারি কর্মচারী গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার পর। আহত অবস্থায় জুয়েলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে যান তার ভায়রা শাকিল। তিনি জানান, “যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। জুয়েল কাজ করছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। জুয়েলসহ আরও কয়েকজন আহত হন। আমরা দ্রুত জুয়েলকে নিয়ে হাসপাতালে চলে আসি। অন্য আহতরা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা আমাদের জানা নেই।”

তিনি আরও জানান, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় বসবাস করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং জুয়েল নামের একজন নার্সারি কর্মচারী এতে গুরুতর আহত হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে