ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মিয়ানমারে প্রত্যাবর্তনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

২০২৫ মে ২৩ ২৩:৫৯:৪৪
মিয়ানমারে প্রত্যাবর্তনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

ডুয়া ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে নৌকার মাঠ মসজিদ প্রাঙ্গণে রোহিঙ্গা সংগঠন রো-এফডিএমএন-আরসির আয়োজনে এই সমাবেশে শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে নেতৃত্ব দেন রোহিঙ্গা সংগঠন রো-এফডিএমএন-আরসির মো. সৈয়দুল্লাহ, মাস্টার কামাল এবং মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতা।

বক্তারা বলেন, আমরা ২০১৭ সালের ভয়াবহ নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখন আমরা আমাদের মাতৃভূমিতে নিরাপদ ও সম্মানের সাথে ফিরে যেতে চাই। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি, মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং নিপীড়নকারীদের বিচার নিশ্চিত করা ছাড়া টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা আহ্বান জানান যেন মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়। তারা বিশেষভাবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এই সংকটের স্থায়ী সমাধানের জন্য।

এদিকে সমাবেশ সম্পর্কে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, ‘সিআইসির অনুমতি নিয়েই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা অনুমতি দেই না। আজকের সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রোহিঙ্গারা স্বদেশে ফেরার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে