ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

চাপে বাংলাদেশের অর্থনীতি : জাতিসংঘের সতর্কতা

২০২৫ মে ২৪ ১০:১৪:৪২
চাপে বাংলাদেশের অর্থনীতি : জাতিসংঘের সতর্কতা

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্কের কারণে অনেক উন্নয়নশীল দেশের জন্য বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এর ফলে বিশ্ব বাণিজ্যে বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বাংলাদেশ যে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছিল ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যদিও এই নতুন শুল্ক কার্যকরে ৯০ দিনের একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবুও দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব নাও হতে পারে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড প্রকাশিত ‘Sparing the Vulnerable: The Cost of New Tariff Burdens’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র ০.৩ শতাংশের জন্য দায়ী হলেও তাদের উপর আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে রপ্তানিকৃত পণ্যের খরচ বাড়ছে। বিশেষ করে পোশাকশিল্প এবং কৃষি খাতের পণ্যের ক্ষেত্রে এই ব্যয়বৃদ্ধি মার্কিন বাজারে প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়াবে।

এতে বাংলাদেশের অর্থনীতি এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে