ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাকসুর রোডম্যাপ দাবিতে অনশন, ২ জন হাসপাতালে

২০২৫ মে ২৩ ২২:৪১:৩৯
ডাকসুর রোডম্যাপ দাবিতে অনশন, ২ জন হাসপাতালে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনরত দুই শিক্ষার্থী—ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে তাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তবে চিকিৎসা গ্রহণের পরও তারা অনশন ভাঙতে রাজি হননি।

এছাড়া স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, ডাকসু নির্বাচনের রোডম্যাপসহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, দাবি বিবেচনায় রেখে তাদের অনশন ভাঙতে অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। দুদিনের বেশি অনশন করায় দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আগামীকাল দুপুর ২টায় এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সিদ্ধান্ত জানানো হবে। ইতোমধ্যে গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ সাধারণ শিক্ষার্থীরা অনশনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে