ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জাপানে ছাদের সৌর শক্তিতে বিদ্যুৎ বিপ্লবের সম্ভাবনা

২০২৫ মে ২৪ ১৫:২৩:০১
জাপানে ছাদের সৌর শক্তিতে বিদ্যুৎ বিপ্লবের সম্ভাবনা

ডুয়া ডেস্ক: জাপানে ছাদের সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ব্যবহারের মাধ্যমে দেশটির ৮৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব—সম্প্রতি তোহোকু বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, যদি দেশের অধিকাংশ ছাদে সৌর প্যানেল বসানো হয় এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিগুলো ঘরোয়া বিদ্যুৎ সঞ্চয় ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, তাহলে জাপানের বিদ্যুৎ চাহিদার একটি বিশাল অংশ এই ব্যবস্থার মাধ্যমেই পূরণ করা যাবে। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ প্রায় ৮৭ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির পথে বড় অগ্রগতি সম্ভব।

জাপানে বড় আকারের সৌর ও বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পাহাড়ি ভূপ্রকৃতি এবং জায়গার সংকট অন্যতম প্রতিবন্ধকতা। তবে দেশজুড়ে প্রায় ৮ হাজার বর্গকিলোমিটারের বেশি ছাদ রয়েছে, যেগুলো সৌর প্যানেল স্থাপনের উপযোগী। একই সঙ্গে ইলেকট্রিক গাড়ির ক্রমবর্ধমান ব্যবহার এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী অ্যাপ্লাইড এনার্জি–তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, যদি দেশের ৭০ শতাংশ ছাদ সৌর প্যানেলে আচ্ছাদিত হয় এবং প্রতিটি ইভি ব্যাটারির গড় ৪০ কিলোওয়াট-ঘণ্টা ধারণক্ষমতার অর্ধেক অংশ বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত করা যায়, তাহলে এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে জাপান তার বিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে