ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দাবি আদায়ের আন্দোলন: এনবিআরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

২০২৫ মে ২৪ ১৫:০০:১৫
দাবি আদায়ের আন্দোলন: এনবিআরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (২৪ মে) সকাল থেকে আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।

এর মধ্যেই চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সকাল থেকেই এনবিআর ভবনের নিচে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। একইসঙ্গে সারাদেশের কর, কাস্টমস ও ভ্যাট অফিসেও পালন করা হচ্ছে কর্মবিরতি। কর্মসূচির আওতায় কোনো সেবা দেওয়া হচ্ছে না ভ্যাট অফিস, কর অঞ্চল ও কাস্টম হাউসে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—১. এনবিআর চেয়ারম্যানের অপসারণ,২. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল,৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ,৪. খসড়া ও সুপারিশপত্র পর্যালোচনার মাধ্যমে অংশীজনদের মতামত নিয়ে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।

আন্দোলনকারীরা বলেন, তারা জনদুর্ভোগ চায় না, কিন্তু ন্যায্য দাবিতে বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। এজন্য সেবাগ্রহীতাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে