ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসলাম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী ধ্রুব, বললেন একবার কোরআন পড়ুন

২০২৫ মে ২৪ ১০:২৫:২১
ইসলাম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী ধ্রুব, বললেন একবার কোরআন পড়ুন

ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ আর ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তিনি নতুন নাম গ্রহণ করেছেন—আব্দুর রহমান ধ্রুব।

শুক্রবার (২৩ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ইসলাম গ্রহণের খবর জানান তিনি। পোস্টে তিনি সবাইকে অন্তত একবার কোরআন পড়ার আহ্বান জানান।

আব্দুর রহমান ধ্রুব লেখেন, আজ আমি সবার কাছে প্রকাশ করতে চাই যে আমি ইসলামকে আমার ধর্ম হিসাবে বেছে নিয়েছি সেচ্ছায় এবং সজ্ঞানে। আলহামদুলিল্লাহ।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমি একজন প্রাপ্ত বয়স্ক। আমি আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ও ক্ষমতাবান। আমি জাতিতে হিন্দু ধর্মালম্বী ছিলাম। যদিও হিন্দু গোত্রে আমার জন্ম হয়েছে কিন্তু আমি স্কুলে অধ্যায়ণকাল থেকেই হিন্দু ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ও বিশ্বাস সৃষ্টি হয়। আমি হিন্দু পরিবারের সন্তান হয়েও আমার অনেক মুসলমান বন্ধু-বান্ধবের সঙ্গে অধিক ওঠাবসা এবং চলাফেরা করেছি। তারপর ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে অব্যাহত যাতায়াত চলতে থাকে বিধায় হিন্দু ধর্মের সঙ্গে আমার দুরত্ব তৈরি হয়। হিন্দু ধর্মের নিয়মকানুন আমার কাছে ভাল লাগে না। আমি ইসলামী বই-পুস্তক ও হিন্দু ধর্মালম্বী পুস্তক পড়ে অনেক ভেবেচিন্তে দেখেছি যে, ইসলাম ধর্ম হলো একটি পূর্ণাঙ্গ ইহকাল ও পরকাল ধর্ম ইসলাম ধর্মের মধ্যে পার্থিব শান্তি ও কল্যাণ রয়েছে।

ধ্রুব নিজের দীর্ঘ আত্মঅনুসন্ধান ও মানসিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, তিনি ঢাকা দায়রা জজ আদালত থেকে এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে ইসলাম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানসম্মত অধিকার বলেও তিনি জানান।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব- একবার কোরআন পড়ুন খোলা মন নিয়ে। সত্য চাইলে, নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।

ধ্রুব জানান, তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এবং জীবনের নানা সংকটের মধ্য দিয়ে গেছেন। অনেকবার জীবনের প্রতি আশাহীন হয়ে পড়লেও প্রতিবারই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে—এমনটাই অনুভব করেছেন তিনি। এই অভিজ্ঞতাগুলোই তাকে ধর্ম ও সৃষ্টিকর্তা সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। নিজের প্রশ্নগুলোর উত্তর তিনি খুঁজে পান ইসলাম ধর্মে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে