ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাকিস্তান: দুই দেশই বাড়াল আকাশপথ নিষেধাজ্ঞা

২০২৫ মে ২৩ ২৩:৩২:৫০
ভারত-পাকিস্তান: দুই দেশই বাড়াল আকাশপথ নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

দুই দেশ একযোগে ঘোষণা করেছে, আগামী ২৩ জুন পর্যন্ত একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তাদের সামরিক বা বেসামরিক কোনো বিমান—চাহিদাভিত্তিক ভাড়া বা মালিকানাধীন যেকোনো ফ্লাইট এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

রয়টার্স জানায়, চলতি মে মাসের শুরুতে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে প্রথম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা এখন নবায়ন করে ২৩-২৪ জুন পর্যন্ত কার্যকর রাখা হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কোনো ভারতীয় সামরিক বা বেসামরিক বিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একইভাবে ভারতও পাকিস্তানের নিবন্ধিত বা মালিকানাধীন সব ধরনের বিমান নিষিদ্ধ করেছে।

যদিও দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, আকাশপথ ব্যবহারের বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু রাজনৈতিক বা সামরিক বার্তাই নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশপথে যাত্রী ও কার্গো চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে এবং আঞ্চলিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে