ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
১ জুলাই থেকেই দৈনিক মজুরি ৮০০ টাকা
.jpg)
ডুয়া ডেস্ক: সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের দৈনিক মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এ মজুরি হার আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২২ মে জারি করা এক পরিপত্রে বলা হয়, ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’-এর আওতায় এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এটি শুধু অস্থায়ী ও জরুরি প্রকৃতির কাজের জন্য প্রযোজ্য হবে।
কোথায় কত মজুরি?
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। আগে এই হার ছিল যথাক্রমে ৬০০ ও ৫৭৫ টাকা।
বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নতুন মজুরি হবে ৭৫০ টাকা যেখানে আগে ছিল ৬০০ ও ৫৫০ টাকা।
জেলা ও উপজেলা পর্যায়ে মজুরি বেড়ে হয়েছে ৭০০ টাকা যা আগে ছিল ৫৫০ ও ৫০০ টাকা।
কিছু শর্তও থাকছে
পরিপত্রে আরও বলা হয়েছে এই সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্ত মানতে হবে:
মাসিক ভিত্তিতে কোনো শ্রমিককে নিয়োগ দেওয়া যাবে না।
মাসে ২২ দিনের বেশি কাজ করানো যাবে না।
অনুমোদন ছাড়া শ্রমিকের সংখ্যা বাড়ানো যাবে না।
বাজেট বরাদ্দের মধ্যে থেকেই ব্যয় করতে হবে।
কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তাকেই দায় নিতে হবে।
শ্রমিক নিয়োগের যোগ্যতা অনুযায়ী, যাঁরা শারীরিক ও মানসিকভাবে সক্ষম, বয়স ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক—তাঁরাই সাময়িক শ্রমিক হিসেবে বিবেচিত হবেন।
সরকার জানিয়েছে, স্থায়ী জনবল দিয়ে যেসব কাজ করা সম্ভব নয় অথচ তাৎক্ষণিকভাবে করতেই হয়—সেসব কাজকেই ‘সাময়িক কাজ’ হিসেবে গণ্য করা হবে। এ সিদ্ধান্তে একদিকে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে। অন্যদিকে সরকারি কাজের গতিশীলতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার