ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

হতাশ ও ক্ষুব্ধ ড. ইউনূস, ভাবনায় ‘পদত্যাগ’

২০২৫ মে ২৩ ১০:৫৮:০৩
হতাশ ও ক্ষুব্ধ ড. ইউনূস, ভাবনায় ‘পদত্যাগ’

ডুয়া ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও চাপের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, “এভাবে দায়িত্ব পালন সম্ভব নয়।” নির্বাচন নিয়ে ক্রমবর্ধমান চাপ এবং কার্যক্রমে অসহযোগিতার কারণে তিনি নিজ অবস্থান নিয়ে পুনর্বিবেচনা করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনে তিনি ব্যর্থ বোধ করছেন। উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকের পর সন্ধ্যায় যমুনায় অধ্যাপক ইউনূসের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টা “পদত্যাগ নিয়ে ভাবছেন”।

বৈঠকে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব, প্রতিদিনের আন্দোলনে সড়ক অবরোধ এবং প্রশাসনিক স্তরে সহযোগিতার ঘাটতির বিষয়টি আলোচনায় উঠে আসে। এসব বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস প্রশ্ন তোলেন—“সংস্কার না হলে আমি কেন এই পদে থাকব?”

সূত্র জানায়, ড. ইউনূস উপদেষ্টাদের বলেন, “আপনারা অন্য কাউকে দিয়ে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠন করুন। আমি যেতে চাই।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয়। নির্বাচন নিয়ে অনিয়ম হলে প্রশাসনও তা ঠেকাতে পারবে না বলে তিনি মনে করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ না হলে দায় চাপবে তাঁর ওপর এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

বৈঠকে একটি সম্ভাব্য জাতির উদ্দেশে ভাষণের খসড়া তৈরি হলেও সেটি চূড়ান্ত হয়নি।

নাহিদ ইসলাম জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন আমি যদি কাজ করতে না পারি, যেখান থেকে তোমরা আমাকে এনেছিলে সেই গণ–অভ্যুত্থানের পরের সময়টায় সংস্কার, পরিবর্তন—তা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কীভাবে কাজ করব?”

তিনি আরও বলেন, “আমরা তাকে অনুরোধ করেছি যেন তিনি দৃঢ় থাকেন এবং সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের পথে এগিয়ে যান।”

এই মুহূর্তে দেশের ভবিষ্যৎ, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা—সব কিছুই যেন ড. ইউনূসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তথ্য: বিবিসি বাংলা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে