ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ছাত্রদলের দুই গ্রুপের সং-ঘর্ষে আহত ৫
ডুয়া ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে আমন্ত্রণ না দেওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন—তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। তাদের বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আদালতের রায়ে চাকরিতে ফিরে আসেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী। অভিযোগ রয়েছে, তার পুনরায় যোগদানের জন্য ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুলের অনুসারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
বৃহস্পতিবার মাদরাসায় অভিভাবক সমাবেশ চলাকালে সুপারের আগমন এবং শিমুলকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। শিমুল ও তার সমর্থকরা সমাবেশে বাধা দিলে ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা তাতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, আদালতের রায় পেয়ে আমি মাদরাসায় যাচ্ছি। কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় মাদরাসায় যেতে নিষেধ করেছেন। আজ তারাই মাদরাসায় এসে অভিভাবক সমাবেশে ঝামেলা করেছেন।
এ ব্যাপারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বলেন, দীর্ঘদিন মামলা চালানোর কারণে মাদরাসার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সে টাকা দিয়ে সুপারকে মাদরাসায় আসতে বলেছি। আমি নিজের জন্য কোনো টাকা চাইনি।
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, আমি অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই দুইপক্ষের সংঘর্ষ হয়। সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত দেখেছি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল