ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
ডিভিডেন্ড ঘোষণার ব্যর্থতায় দুই কোম্পানির শেয়ারের দরপতন

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে। মঙ্গলবার (২০ মে) ব্যাংকটির শেয়ারের দাম ৬.১৯ শতাংশ কমে দাঁড়ায় ১০ টাকা ৬০ পয়সায়। এর মূল কারণ—তৃতীয়বারের মতো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন বা ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থতা।
সূত্র মতে, ইউসিবির বোর্ড সভা ২৯ এপ্রিল, ৩০ এপ্রিল এবং সর্বশেষ ১৯ মে তারিখে পুনঃনির্ধারণ করা হলেও বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় সম্মতি না পাওয়ায় প্রতিবারই সভার এজেন্ডাটি স্থগিত করা হয়।
শুধু ইউসিবি নয়, একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকও। গত ১৯ মে নির্ধারিত বোর্ড সভায় ব্যাংকটি ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়। এর ফলে শেয়ারের দাম ১.৯২ শতাংশ কমে ৫ টাকা ৩০ পয়সায় নেমে আসে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিভিডেন্ড সংক্রান্ত নির্দেশনা কঠোর করেছে। প্রভিশন ঘাটতি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক করায় অনেক ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এছাড়া, এখন থেকে কেবল চলতি বছরের নিট মুনাফা থেকেই ডিভিডেন্ডবিতরণ করা যাবে, আগের বছরের জমাকৃত বা ধরে রাখা আয় থেকে নয়—যা ব্যাংকগুলোর বিতরণক্ষমতা আরও সংকুচিত করে তুলেছে।
একজন ব্যাংক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু শর্ত শিথিল করার আবেদন করেছি। কারণ এমনকি সামান্য ডিভিডেন্ড ঘোষণাও বাজারে আস্থা ফেরাতে সাহায্য করে। তবে এখনো কোনো ইতিবাচক সাড়া পাইনি।"
প্রসঙ্গত, গত বছরের ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইউসিবির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই পুনর্গঠিত বোর্ডে নিয়োগ পান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওবায়দুর রহমান।
তাছাড়া, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড থেকে পদত্যাগের শর্তে শরীফ জহির এবং মো. তানভীর খানকে ইউসিবিতে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনীত করা হয়।
পরবর্তীতে অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির ২৯ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় ইউসিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’