ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ডিএনসিসি প্রশাসকের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ডুয়া নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে রাজধানীর ডিএনসিসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটি সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা সমাবেশে অংশ নেন প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। তারা বিভিন্ন স্লোগান দেন—‘এজাজের পদত্যাগ চাই’, ‘জঙ্গিবাদের ঠাঁই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা বাংলায় হবে না’ ইত্যাদি।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ সংগঠনের নেতা মোহাম্মদ এজাজকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে শহিদদের রক্তের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” তিনি বলেন, “এই নিয়োগের পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদের ভূমিকা রয়েছে। যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ ও গ্রেফতার করা না হয়, তাহলে শনিবার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
‘মানবিক করিডর’ নিয়ে বক্তব্যে ফারুক হাসান আরও বলেন, “মানবিক করিডরের নামে বিদেশি স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করলে আবারও আন্দোলনের দাবানল জ্বলবে। দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে নিয়োগ দিয়ে দেশে জঙ্গিবাদ উসকে দেওয়া হচ্ছে। কে কত টাকায় এই নিয়োগে জড়িত, তা তদন্ত করে প্রকাশ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না।”
দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জারের বলেন, “এ ধরনের নিয়োগ দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ সিদ্ধান্তের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের আর উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক ভিত্তি নেই।”
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন পরিষদের শীর্ষ নেতা শাকিল উজ্জামান, রবিউল হাসান, শফিকুল ইসলাম রতন, মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর