ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিদলের সাক্ষাৎ
.jpg)
ডুয়া ডেস্ক: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের আট সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান করা শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করেন।
প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন, এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী শাহ আলম, গার্মেন্ট শ্রমিক সংহতির সভানেত্রী তাসলিমা আখতার, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, শ্রমিক শাহিন-সহ মোট আট জন।
তারা দীর্ঘদিনের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে যমুনায় গেছেন। দাবির বাস্তবায়ন না হলে আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে, দুপুর আড়াইটার দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা করেন। তবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে গেলে তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বৃষ্টির মধ্যেও শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান এবং বৃষ্টির অবসরের পর আরও জোরালোভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেন, স্লোগান দেন, "বেতন চাই, বোনাস চাই— চূড়ান্ত হিসাব আজই চাই", "আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা", "১৪ মাসের ঘাম কোথায়?"
শ্রমিকদের দাবি, টিএনজেড গ্রুপের ১,৫৮ জন শ্রমিকের প্রায় ২০ কোটি ৮৬ লাখ টাকা বকেয়া রয়েছে। গত রমজানে প্রতিশ্রুতি অনুযায়ী তিন কোটি টাকার বদলে মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়েছে, যা শ্রমিকরা প্রতারণা হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড