ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
মেট্রো স্টেশনে চালু হচ্ছে শপিং মল

ডুয়া ডেস্ক: আগামী দুই মাসের মধ্যে মেট্রোরেল স্টেশনগুলোতে বিপণি বিতান চালু হবে, যেখানে থাকবে শপিং মল, সুপার শপ এবং ব্যাংক সুবিধা। ইতোমধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দোকান ভাড়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মেট্রোরেলের এমআরটি সিক্স লাইনে মোট ১৭টি স্টেশন রয়েছে, যার মধ্যে কমলাপুর স্টেশন ব্যতীত বাকি সব স্টেশন বর্তমানে চালু রয়েছে। প্রতিটি স্টেশন দুই তলা হলেও ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন দুটি তিন তলা বিশিষ্ট।
এবার যাত্রীরা ট্রেন চলাচলের পাশাপাশি মেট্রো স্টেশনে কেনাকাটার সুযোগও পাবেন। ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনের ২৫ হাজার বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভাড়া নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো এখানে দোকান খুলতে পারবে। ইজারার মেয়াদ হবে ১০ বছর, যা নবায়নযোগ্য নয়।
এখনই কিছু স্টেশনে এটিএম বুথ চালু হয়েছে। তবে স্টেশনের কোনো দোকানে গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করা অনুমোদিত হবে না।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “রিটেইল শপ থাকতে পারে। কোনো ব্যাংকিং বা কমার্সিয়াল প্রতিষ্ঠান থাকতে পারে। আগামী দুই মাসের মধ্যে হয়ত আমরা ভাড়া দেওয়া শুরু করতে পারব।”
মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম চালুর ফলে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে একজন যাত্রী বলেন, “ধরেন আমি সকালে নাস্তা খাইনি। এখানে আসলাম আমি একটা স্যান্ডউইচ খেলাম বা কিছু কেনাকাটার থাকলে এখানেই করলাম। এটা সবার জন্যই খুব স্বস্তির হবে। আমাদের তো অনেক কিছু প্রয়োজন হয় অনেক সময়। এখান থেকেই কিনে আমরা বাসায় বা গন্তব্যে যেতে পারি।”
বাণিজ্যিক ব্যবহারের টেকসই সুফল নিশ্চিত করতে যাত্রীরা মেট্রো স্টেশনগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু