ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ মে ১৮ ১৩:৩৬:১৯
হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু

ডুয়া ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের ঐতিহাসিক চার মিনার এলাকার গুলজার হাউস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (১৮ মে) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিহতদের মধ্যে এক শিশুসহ বেশ কয়েকজন নারীও রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার স্নেহা মেহরা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে প্রবেশের জন্য মাত্র একটি রাস্তা খোলা ছিল, যা উদ্ধার কাজকে জটিল করে তোলে। পরবর্তীতে আরেকটি প্রবেশপথ তৈরি করে ফায়ার সার্ভিস কর্মীরা ভবনে প্রবেশ করেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ছটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাটি ‘গভীর দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে যথাযথ সরঞ্জাম না থাকায় শুরুতে কিছুটা জটিলতা ছিল। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাইব।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশের ডেপুটি কমিশনার স্নেহা মেহরা জানিয়েছেন, ভবনটিতে প্রবেশের একটিই রাস্তা ছিল। তিনি বলেন, ‘আরও একটি প্রবেশ পথ তৈরি করা হয়েছিল এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখান দিয়ে প্রবেশ করেন। ভেতরে থাকা বেশির ভাগ মানুষই অচেতন ছিলেন। এগুলো পুরোনো স্থাপনা, যার সঙ্গে কিছু নতুন নির্মাণ যোগ হয়েছে। যেখানে আগুন লেগেছিল সেখানে যাওয়ার জন্য কেবল একটি সরু পথ ছিল।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত