ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
এনবিআরের ‘কলম বিরতি’ অব্যাহত থাকবে রোববারও
ডুয়া ডেস্ক: এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তর-সহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আগামী রোববারও কলম বিরতি কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি শেষে এমন ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আজকের পাঁচ ঘণ্টার কলম বিরতি কর্মসূচিতে দেশের সব প্রতিষ্ঠান ও দপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঐক্য পরিষদের দাবি, এনবিআর বিলুপ্ত করে প্রণীত নতুন রাজস্ব অধ্যাদেশ বাস্তবভিত্তিক নয় এবং এতে হাজারো কর্মকর্তা-কর্মচারীর মতামত অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া সংস্কার কমিটির চূড়ান্ত সুপারিশগুলো এখনও গোপন রাখা হয়েছে, যা অগ্রহণযোগ্য এবং রাজস্ব ব্যবস্থায় সংকট সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আজকের কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি তাঁদের যৌক্তিক দাবির পক্ষে গণমাধ্যম, সুশীল সমাজ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়। তবে এই কর্মসূচির কারণে করদাতা ও সেবাপ্রার্থীদের যে সাময়িক অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা আশ্বাস দিয়েছে, আন্দোলন সফল হলে কর্মীরা অতিরিক্ত সময় দিয়ে বাকি অনিষ্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করবেন।
এনবিআর-সহ দেশের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুসারে জানা যায়, সকাল ১০টা থেকে আফিসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীরা অফিস উপস্থিত ছিলেন। সব ধরনের কাজ বন্ধ ছিল। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত ছিল।
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গতকাল কতিপয় বহিরাগত অনুপ্রবেশ করানোর মাধ্যমে আমাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিসিএস অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকেবিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না। এ আস্থায়, বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যে কোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।
তারা আরও জানান, সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধান চান তারা। তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার সদিচ্ছা ও নির্দেশনায় সরকার দ্রুতই আলোচনায় বসবে। পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে—আলোচনার দ্বার তাদের জন্য সবসময়ই খোলা ছিল, এখনও খোলা আছে এবং আগামীতেও খোলা থাকবে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার কলম বিরতি পালন করে এনবিআরের আওতাধীন সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে