ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
সালমান রুশদির ওপর হামলা, অভিযুক্ত যুবককে ২৫ বছরের কারাদণ্ড
ডুয়া ডেস্ক: খ্যাতিমান ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদিকে লক্ষ্য করে ছুরিকাঘাতের অভিযোগে তরুণ হাদি মাতারকে নিউইয়র্কের এক আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সাজা হিসেবে এই রায় ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চাওতাউকুয়া জেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অবস্থায় হাদি মাতার ছুরি নিয়ে মঞ্চে উঠে সালমান রুশদির ঘাড়, মাথা ও শরীর লক্ষ্য করে ১৫ বার আঘাত করেন। হামলায় গুরুতর আহত রুশদিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি বেশ কয়েক দফা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান। হামলায় তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন এবং এখনও সম্পূর্ণ সুস্থ নন।
আদালতে বাদি পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন রুশদি নিজেই। তিনি বলেন, “সে প্রথমে আমাকে ঘুষি মেরেছিল, তারপর ছুরি দিয়ে একের পর এক আঘাত করেছিল। আমার ক্ষত সারতে অনেক সময় লেগেছে এবং এখনো শারীরিকভাবে আগের মতো শক্তিশালী নই।”
অপরদিকে অভিযুক্ত হাদি মাতার আদালতে জানান, “সালমান রুশদি অনেককে অশ্রদ্ধা করে এবং চান সবাই তার মতো হোক। আমি তার মতামতের সঙ্গে একমত নই।”
আইনজীবী নাথানিয়েল ব্যারন বলেন, “মানুষ মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেয় এবং তার পরিণতি ভয়াবহ হয়। আমি মাতারের অনুতপ্ত কি না, তা বলতে পারব না।”
উল্লেখ্য, সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে ভারতের মুম্বাই শহরে এক কাশ্মিরি পরিবারে। তিনি ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস দিয়ে বিশ্বখ্যাতি অর্জন করেন এবং বুকার পুরস্কার জিতেছেন। তবে ১৯৮৮ সালে তার লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর তিনি ইসলামপন্থীদের আক্রমণের শিকার হন এবং ইরানের আয়াতুল্লাহ খোমেনি তার হত্যার ফতোয়া জারি করেন। সেসব কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে সুরক্ষা পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল