ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
সালমান রুশদির ওপর হামলা, অভিযুক্ত যুবককে ২৫ বছরের কারাদণ্ড

ডুয়া ডেস্ক: খ্যাতিমান ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদিকে লক্ষ্য করে ছুরিকাঘাতের অভিযোগে তরুণ হাদি মাতারকে নিউইয়র্কের এক আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সাজা হিসেবে এই রায় ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চাওতাউকুয়া জেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অবস্থায় হাদি মাতার ছুরি নিয়ে মঞ্চে উঠে সালমান রুশদির ঘাড়, মাথা ও শরীর লক্ষ্য করে ১৫ বার আঘাত করেন। হামলায় গুরুতর আহত রুশদিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি বেশ কয়েক দফা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান। হামলায় তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন এবং এখনও সম্পূর্ণ সুস্থ নন।
আদালতে বাদি পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন রুশদি নিজেই। তিনি বলেন, “সে প্রথমে আমাকে ঘুষি মেরেছিল, তারপর ছুরি দিয়ে একের পর এক আঘাত করেছিল। আমার ক্ষত সারতে অনেক সময় লেগেছে এবং এখনো শারীরিকভাবে আগের মতো শক্তিশালী নই।”
অপরদিকে অভিযুক্ত হাদি মাতার আদালতে জানান, “সালমান রুশদি অনেককে অশ্রদ্ধা করে এবং চান সবাই তার মতো হোক। আমি তার মতামতের সঙ্গে একমত নই।”
আইনজীবী নাথানিয়েল ব্যারন বলেন, “মানুষ মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেয় এবং তার পরিণতি ভয়াবহ হয়। আমি মাতারের অনুতপ্ত কি না, তা বলতে পারব না।”
উল্লেখ্য, সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে ভারতের মুম্বাই শহরে এক কাশ্মিরি পরিবারে। তিনি ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস দিয়ে বিশ্বখ্যাতি অর্জন করেন এবং বুকার পুরস্কার জিতেছেন। তবে ১৯৮৮ সালে তার লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর তিনি ইসলামপন্থীদের আক্রমণের শিকার হন এবং ইরানের আয়াতুল্লাহ খোমেনি তার হত্যার ফতোয়া জারি করেন। সেসব কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে সুরক্ষা পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত