ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
গুচ্ছ ভর্তি: যে সিদ্ধান্ত হলো শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যদের বৈঠকে
.jpg)
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্যরা। এ বৈঠকে চলতি বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা।
জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা এবং চলতি অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরুর পরামর্শ দেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সভার বিষয়ে জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে তাদের নিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন।’
শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে এ উপাচার্য আরও বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি ২০২৫ সালের প্রথম দিনই আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’
কতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখনো ২০টির মতো বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে রয়েছেন। আমরা আশা করছি এই ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস