ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
‘তিন ঘণ্টায় জয়ী পাকিস্তান’ মুখ্যমন্ত্রীর বিস্ফোরক বক্তব্য
.jpg)
ডুয়া ডেস্ক: পেহেলগামে হামলার জেরে টানা ১৯ দিন ধরে চলা উত্তেজনা অবশেষে সংঘাতে রূপ নেয়। এর প্রেক্ষিতে, গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, উভয় পক্ষই নিজেকে বিজয়ী দাবি করছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ভারতের মুখ রক্ষার সুযোগ করে দিয়েছেন। এরই মধ্যে যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।
শুক্রবার (১৬ মে) করাচিতে সিন্ধু পরিষদের ফ্লোরে দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে মাত্র তিন ঘণ্টার মধ্যে ভারতীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য হতে হয়েছে।
মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ আরও জানান, ১০ মে রাতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালু করে। অভিযানের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ২৬টি ভারতীয় অবস্থানে আঘাত হানে। অভিযানের শুরুতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করেন। পরদিন সকালে রুবিও জানান, ভারত যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, ৮ মে ভারতীয় ড্রোন হামলার ফলে সিন্ধুতে প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এই আগ্রাসনের সময় আমরা ৮৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছি।
উল্লেখযোগ্যভাবে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে ইসলামাবাদ হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য যৌথ তদন্তে অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে। তা সত্ত্বেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়, যার পাল্টা জবাব দেয় পাকিস্তানও।
পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ১০ মে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা