ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শূন্যরেখা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

২০২৫ মে ১৪ ২০:২৬:০৬
শূন্যরেখা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডুয়া ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার (১৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আজিজুর হক। তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ‘বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ এ বিষয়ে বলেন, “বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

তিনি জানান, পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে