ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯ জন

২০২৫ মে ১৪ ১৯:৫১:৪৬
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯ জন

ডুয়া ডেস্ক: কোনো তদবির বা ঘুস ছাড়াই শুধু শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৭ জনই দিনমজুর ও অটোচালক পরিবার থেকে এসেছেন বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ মে) মৌখিক পরীক্ষা শেষে বিকালে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন প্রার্থী। তাদের মধ্যে ৯ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, আর অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৩ জন। উত্তীর্ণদের মধ্যে ৭ জনই দিনমজুর ও অটোচালক পরিবারের সন্তান বলে জানা গেছে।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন,“ শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন।”

নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, তবেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।”

এ সময় প্রতিক্রিয়া জানাতে চাইলে আনন্দে আবেগাপ্লুত হয়ে কয়েকজন নবাগত পুলিশ সদস্য কেঁদে ফেলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে