ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ যখন

ডুয়া ডেস্ক: গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, “ফল তৈরির কাজ এখনো চলছে। প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী এ ইউনিটে অংশ নেয়। পরীক্ষার কার্যক্রম শেষে স্ক্রিপ্ট হাতে পেতে সময় লেগেছে, এরপর থেকেই ফল প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হয়েছে।”
ড. আজীম আরও জানান, “আজ সারা দিন ও রাতব্যাপী কাজ চলবে। আমরা স্ক্রুটিনির (পুনঃনিরীক্ষণ) কাজ শুরু করার চেষ্টা করব আগামীকাল। ১২ মে পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ মে ফল প্রকাশ করব। তবে প্রয়োজনে ১৪ মে পর্যন্ত সময় লাগতে পারে।”
উল্লেখ্য, গত শুক্রবার সারাদেশের ২১টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুইটি পৃথক সময় পরীক্ষাটি নেওয়া হয়।
এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন শুরু হয়েছিল ৫ মার্চ এবং শেষ হয় ১৭ মার্চ রাত ১২টায়। মোট আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৮৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন, ‘বি’ ইউনিটে ৭২ হাজার ৬২ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৬৪ জন।
উল্লেখ্য, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম