ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ!

ডুয়া ডেস্ক: গতকাল শনিবার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর এবার প্রশ্ন উঠেছে দলটির নিবন্ধন কি থাকবে? দলটি নির্বাচনে যেতে পারবে কিনা?
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।”
তবে সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলির মতে, “নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। কারণ, দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।”
গত বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও কয়েকটি সংগঠন। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এমনকি আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন মূল প্রশ্ন হলো—এই সিদ্ধান্তের ফলে দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হবে কি না এবং তারা কি ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে?
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের তো আগে আদেশটা পেতে হবে। আদেশ পেলে সে হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতেই হবে। এটা অতিক্রম করার তো সুযোগ নেই। ইসি কাগজ পাওয়ার পর সিদ্ধান্ত নেবে।”
এদিকে, “বিশেষজ্ঞরা বলছে, নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।”
সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলেন, “রাজনৈতিক দল হিসেবে যদি না বাতিল করে তাহলে কিন্তু নিবন্ধনটা বাতিল করতে পারবে না। কিন্তু নিবন্ধিত কার্যক্রম, নিবন্ধনের কারণে একটি রাজনৈতিক দল যে সব সুযোগ সুবিধা পায়, নির্বাচনে অংশ নেওয়া, সেগুলো সব স্থগিত হয়ে থাকবে।”
ছাত্র ও সাধারণ জনতার চলমান গণআন্দোলনের চাপের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর থেকেই দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠতে শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা