ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ব্যক্তি ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

২০২৫ মে ১১ ১৯:০১:৪৫
ব্যক্তি ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

ডুয়া ডেস্ক: সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে।

আজ রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ‘কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।’

উক্ত আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে যদি মনে করে যে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাহলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সংশ্লিষ্ট সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করে তফসিলে অন্তর্ভুক্ত করতে পারে। তবে বর্তমানে প্রযোজ্য আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নির্দিষ্ট কোনো বিধান নেই।

ওই বিষয়ে সুস্পষ্ট বিধান যোগ করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে আরও সময়োপযোগী করা জরুরি ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে আইনটিতে সংশোধন এনে, কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান, প্রাসঙ্গিক অভিযোজন, এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট প্রচার নিষিদ্ধের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত বিধানটি আগামীকাল অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে