ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
অধ্যাদেশ জারি
এখন থেকে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল

ডুয়া ডেস্ক: উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা লাভ করেছে। এর ফলে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দলীয়ভাবে বিচার ও নিষেধাজ্ঞা আরোপের আইনি পথ উন্মুক্ত হলো।
আজ রবিবার (১১ মে) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে নতুন অধ্যাদেশটি প্রকাশ করা হয়। এর আগে, শনিবার (১০ মে) রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা রাজনৈতিক দলগুলো গত কয়েক দিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে শনিবার রাতের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তীতে সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি’ শিরোনামে নতুন ২০(বি) ধারা সংযুক্ত করা হয়।
২০(বি) ধারায় উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০২৫ বা বিদ্যমান অন্য কোনো আইনের বিধান থাকলেও, ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো সংগঠন আইনটির ৩ ধারার উপধারা (২)-এর আওতাভুক্ত অপরাধ করেছে, এমন অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছে, অংশ নিয়েছে, সহায়তা বা উসকানি দিয়েছে কিংবা ষড়যন্ত্রে যুক্ত ছিল— তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এছাড়াও, সংগঠনটিকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা, তার নিবন্ধন বা লাইসেন্স বাতিল বা স্থগিত, এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়ারও ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে।
সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠন’ শব্দের সংজ্ঞাও নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সংগঠন’ বলতে এমন কোনো রাজনৈতিক দল, সেই দলের অধীনস্থ, অনুমোদিত বা সংশ্লিষ্ট কোনো সত্তা কিংবা এমন কোনো ব্যক্তির দলকে বোঝাবে, যারা ট্রাইব্যুনালের মতে, ওই দলের কার্যক্রম প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার