ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
অধ্যাদেশ জারি
এখন থেকে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল

ডুয়া ডেস্ক: উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা লাভ করেছে। এর ফলে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দলীয়ভাবে বিচার ও নিষেধাজ্ঞা আরোপের আইনি পথ উন্মুক্ত হলো।
আজ রবিবার (১১ মে) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে নতুন অধ্যাদেশটি প্রকাশ করা হয়। এর আগে, শনিবার (১০ মে) রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা রাজনৈতিক দলগুলো গত কয়েক দিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে শনিবার রাতের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তীতে সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি’ শিরোনামে নতুন ২০(বি) ধারা সংযুক্ত করা হয়।
২০(বি) ধারায় উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০২৫ বা বিদ্যমান অন্য কোনো আইনের বিধান থাকলেও, ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো সংগঠন আইনটির ৩ ধারার উপধারা (২)-এর আওতাভুক্ত অপরাধ করেছে, এমন অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছে, অংশ নিয়েছে, সহায়তা বা উসকানি দিয়েছে কিংবা ষড়যন্ত্রে যুক্ত ছিল— তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এছাড়াও, সংগঠনটিকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা, তার নিবন্ধন বা লাইসেন্স বাতিল বা স্থগিত, এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়ারও ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে।
সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠন’ শব্দের সংজ্ঞাও নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সংগঠন’ বলতে এমন কোনো রাজনৈতিক দল, সেই দলের অধীনস্থ, অনুমোদিত বা সংশ্লিষ্ট কোনো সত্তা কিংবা এমন কোনো ব্যক্তির দলকে বোঝাবে, যারা ট্রাইব্যুনালের মতে, ওই দলের কার্যক্রম প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার