ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
অধ্যাদেশ জারি
এখন থেকে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল
ডুয়া ডেস্ক: উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা লাভ করেছে। এর ফলে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দলীয়ভাবে বিচার ও নিষেধাজ্ঞা আরোপের আইনি পথ উন্মুক্ত হলো।
আজ রবিবার (১১ মে) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে নতুন অধ্যাদেশটি প্রকাশ করা হয়। এর আগে, শনিবার (১০ মে) রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা রাজনৈতিক দলগুলো গত কয়েক দিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে শনিবার রাতের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তীতে সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি’ শিরোনামে নতুন ২০(বি) ধারা সংযুক্ত করা হয়।
২০(বি) ধারায় উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০২৫ বা বিদ্যমান অন্য কোনো আইনের বিধান থাকলেও, ট্রাইব্যুনাল যদি মনে করে যে কোনো সংগঠন আইনটির ৩ ধারার উপধারা (২)-এর আওতাভুক্ত অপরাধ করেছে, এমন অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছে, অংশ নিয়েছে, সহায়তা বা উসকানি দিয়েছে কিংবা ষড়যন্ত্রে যুক্ত ছিল— তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এছাড়াও, সংগঠনটিকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা, তার নিবন্ধন বা লাইসেন্স বাতিল বা স্থগিত, এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়ারও ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে।
সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠন’ শব্দের সংজ্ঞাও নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সংগঠন’ বলতে এমন কোনো রাজনৈতিক দল, সেই দলের অধীনস্থ, অনুমোদিত বা সংশ্লিষ্ট কোনো সত্তা কিংবা এমন কোনো ব্যক্তির দলকে বোঝাবে, যারা ট্রাইব্যুনালের মতে, ওই দলের কার্যক্রম প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল