ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গুজরাট থেকে আরও ৭৮ মুসলিমকে বাংলাদেশে ঢুকালো ভারত
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার আড়ালে গত কয়েকদিনে বাংলাদেশে একাধিক ভারতীয়কে পুশইন করেছে বিএসএফ। উত্তরবঙ্গের দুই সীমান্তে ১১০ জনকে পুশইন করার পর এবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িতে ৭৮ ভারতীয় মুসলিমকে ঢুকিয়েছে বিএসএফ।
ভারতের নৌবাহিনীর পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে আজ রবিবার (১১ মে) সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হয়।
রবিবার (১১ মে) সকালের দিকে তাদের নিয়ে যাত্রা শুরু হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বনবিভাগ সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা জানান, “শুক্রবার (৯ মে) ভারতের নৌবাহিনী তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। পরে তারা ফরেস্ট স্টেশনে গিয়ে আশ্রয় নেন।” পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মংলা কোস্টগার্ড। বন বিভাগ ওই ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। যাত্রীসংখ্যা বেশি হওয়ায় অতিরিক্ত কিছু মানুষকে একটি কাঠের ট্রলারে করে পরিবহন করা হচ্ছে। জানা গেছে, ‘পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের গুজরাটের বিভিন্ন বস্তিতে বসবাস করতেন। বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে না পারায় তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।’ শ্যামনগর উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য খাবার ও প্রাথমিক সহায়তা প্রদান করেছে। পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোস্টগার্ডের একটি দায়িত্বশীল সূত্র।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল