ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, নেন কূটনৈতিক সুবিধা
.jpg)
ডুয়া ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করেছেন চরম গোপনীয়তার মধ্য দিয়ে। গণ-অসন্তোষ এড়িয়ে নির্বিঘ্নে বিদেশে যেতে তিনি ছদ্মবেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন। বুধবার গভীর রাতে তিনি লুঙ্গি, গেঞ্জি ও মাস্ক পরে ভিআইপি টার্মিনালে যান। পরে গাড়িতেই পোশাক পরিবর্তন করে তিনি বিমানে ওঠেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪৫ মিনিটে তার ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি গেটে পৌঁছালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটি থামান ও পরিচয় জানতে চান। চালক জানান, গাড়িতে সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা রয়েছেন। পরে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এসে জানান, আবদুল হামিদের বিদেশ যাত্রার অনুমোদন রয়েছে। এরপর তাকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হয়।
ভিআইপি টার্মিনালের ডিএসও কক্ষে কিছু সময় অবস্থান করার পর তাকে কঠোর গোপনীয়তায় বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করা হয়। জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (TG340) তাকে বহন করে। ওই বিমানটি ভিআইপি টার্মিনালের কাছাকাছি এনে প্রস্তুত রাখা হয়। তার বোর্ডিং কার্ড সংগ্রহ করেন থাই এয়ারওয়েজের এক কর্মী। তিনি ইমিগ্রেশনে কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট (D00010015) ব্যবহার করেন, যার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
আবদুল হামিদের সফরসঙ্গী ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. এনএম নওশাদ খান, যাদের পাসপোর্ট ছিল সাধারণ শ্রেণির। তাদের বোর্ডিং অনুমোদন আসে কিছুটা দেরিতে। বিমান ছাড়ার ঠিক আগে বিশেষ গাড়িতে করে সাবেক রাষ্ট্রপতিকে বিমানে তোলা হয়।
নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, কোনো ভিআইপি ব্যক্তি বিদেশ গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগেভাগে জানাতে হয়। তবে আবদুল হামিদের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। বরং পুরো প্রক্রিয়াটি ছিল পরিকল্পিতভাবে গোপন।
বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অনেকের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলেও আবদুল হামিদেরটি বহাল থাকা রহস্যজনক। যদিও আইনি দৃষ্টিকোণ থেকে সাবেক রাষ্ট্রপতিদের পাসপোর্ট বাতিল নিয়ে স্পষ্ট নির্দেশনা নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ কোনো রাজনৈতিক সমঝোতার কারণে তাকে এ সুযোগ দেওয়া হয়েছে।
আবদুল হামিদের টিকিটে গন্তব্য ব্যাংকক দেখানো হলেও প্রাথমিকভাবে দিল্লি পর্যন্ত যাত্রা নিশ্চিত করা হয়েছে। তার ফেরার তারিখ ১৬ জুন উল্লেখ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস